শাকসু নির্বাচন স্থগিতের খবরে বিক্ষোভ, যা বলছে কমিশন

ডেস্ক রিপোর্ট

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ছাত্র সংসদসহ সব ধরনের নির্বাচন স্থগিতের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর প্রতিবাদে রাতভর বিক্ষোভ মিছিল করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। ফলে রাতে উত্তাল হয়ে উঠে ক্যাম্পাস।

এর পরিপ্রেক্ষিতে শাকসু নির্বাচন কমিশন বলছে, নির্বাচন আয়োজনের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আনুষ্ঠানিক চিঠি না পেলেও সব ধরনের নির্বাচন আয়োজনে ইসির সিদ্ধান্তের কথা তারা জানতে পেরেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে বসে তারা সিদ্ধান্ত নেবেন। তারা নির্বাচন আয়োজন করতে চান বলেও জানিয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা তাৎক্ষণিক বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় তারা বলেন, জাতীয় নির্বাচনের অজুহাতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ছাত্র সংসদ নির্বাচন আরও পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারকে উপেক্ষা করার শামিল।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহামম্মদ মুকাদ্দেছ বলেন, ‘আমরা আজ কয়েকটি মিডিয়ার সূত্রে জানতে পেরেছি যে, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচনসহ সকল প্রকার নির্বাচন স্থগিত। কিন্তু আমাদের কাছে এখনো কোনো অফিসিয়াল চিঠি আসেনি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের সাথে কথা বলে জানাব।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top