ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মুখ খুলল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির কড়া সমালোচনা করেছে রাশিয়া। মস্কো বলেছে, এসব হুমকি সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপ পরিস্থিতি আরও খারাপ করছে। তিনি বলেন, দীর্ঘদিনের পশ্চিমা নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতি দুর্বল করেছে এবং সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাখারোভা অভিযোগ করেন, ইরানবিরোধী শক্তিগুলো জনগণের অসন্তোষকে কাজে লাগিয়ে দেশটিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি একে তথাকথিত ‘কালার রেভল্যুশন’ কৌশল বলে উল্লেখ করেন।

তার মতে, ইরান সরকার সামাজিক ও অর্থনৈতিক সমস্যার সমাধানে সংলাপে আগ্রহী। কিন্তু অস্থিরতাকে অজুহাত করে আবার সামরিক হামলা চালানো হলে তা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য ভয়াবহ হবে।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে দেশজুড়ে বিক্ষোভ চলছে। মুদ্রা রিয়ালের বড় পতনের পর দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় এই বিক্ষোভ শুরু হয়।

মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, এসব ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৬৪৬ জন নিহত হয়েছেন। আটক হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ। তবে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা প্রকাশ করেনি।

এদিকে যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের বিরুদ্ধে সামরিক বিকল্প বিবেচনা করছে বলে মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top