মেসি ম্যাজিক, জয় পেল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

বছরের শেষ ম্যাচে অ্যাঙ্গোলার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ফিফা র‌্যাঙ্কিংয়ের ৮৯ নম্বর দলটির বিপক্ষে প্রত্যাশামত সহজ জয়ই পেয়েছে আলবিসেলেস্তারা।

অ্যাঙ্গোলার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজন করা হয়েছিল এই প্রীতি ফুটবল ম্যাচ। যেখানে স্বাগতিকদের ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। গোল ২টি করেন লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেজ।

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৫৯ কোটি টাকা খরচ করে শুক্রবার ঘরের মাঠ লুয়ান্ডার ১১ নভেম্বর স্টেডিয়ামে ম্যাচটি আয়োজন করেছিল অ্যাঙ্গোলা। এর আগে কেবল একবার (২০০৬) দেখা হয়েছিল দু’দলের।

এদিন শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে আর্জেন্টিনা। এগিয়ে যাওয়ার সুযোগও মিলে দ্রুত, ২১ মিনিটে মার্তিনেজের পাস ধরে গোলের সুযোগ পান মেসি, কিন্তু তার শট ঠেকিয়ে দেন স্বাগতিকদের গোলকিপার পেদ্রো মার্কেস।

৩৮ মিনিটে আরো একটি সুযোগ হাতছাড়া করেন মেসি। বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে যান থিয়াগো আলমাদা। তার দুর্দান্ত কাটব্যাকে মেসির কাছে বল যায়, তবে লক্ষ্যভ্রষ্ট হয় মেসির শটটি।

৩৯ মিনিটে আবারো হতাশ করেন মেসি। তবে লাউতারো মার্টিনেজের ফিরতি পাস নাগালে না পাওয়ায় সুযোগ কাজে লাগাতে পারেননি মেসি। বাড়তে থাকে গোলের জন্য অপেক্ষা।

শেষমেশ ৪৪তম মিনিটে গিয়ে ডেডলক ভাঙেন লাউতারো মার্টিনেজ। মেসির পাস বক্সের ডানপ্রান্তে ফাঁকায় পেয়ে নিঁখুত নিচু শটে জালে জড়ান তিনি। তাতে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আলবিসেলেস্তেরা।

বিরতির পরও মাঠে নেমে আক্রমণে আধিপত্য ধরে রাখে আর্জেন্টিনা। তবে তাদের একাধিক চেষ্টা প্রতিহত করে দেয় অ্যাঙ্গোলা। অনেক চেষ্টার পর ৮১তম মিনিটে গোলের দেখা পান মেসি। রদ্রিগো ডি পল থেকে ফিরতি পা পেয়ে নিঁখুত শটে জাল খুঁজে নেন তিনি।

৮৬ মিনিটে মাঠ ছাড়েন মেসি। বদলি হিসেবে নামেন পানিচেলি। তবে আর গোল আসেনি। গোল না এলেও জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top